লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ৩টার দিকে বুড়িমারী উফারমারা গ্রামের এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এই ফাটল দেখতে পান।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনটি পাটগ্রাম রেলস্টেশন অতিক্রম করার পর পাটগ্রাম-বুড়িমারী রেলপথের খারিজা উপেন চৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রেললাইনে ফাটল দেখতে পান ওই ব্যক্তি। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান তিনি।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ