ফরিদপুরের সালথায় গলায় রশি পেঁচিয়ে শুক্কুর মাতুব্বর (৬৭) নামের এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শুক্কুর মাতুব্বর উপজেলার যদুনন্দী ইউনিয়নের ওই এলাকার মৃত করিম মাতুব্বরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্কুর মাতুব্বর দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, গ্যাস্ট্রিক, আলসার ও কিডনি রোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে পেটের মধ্যে অনেক জ্বালাপোড়া ও ব্যাথা করছিল। তিনি আজ পেটের ব্যাথা ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এই বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ