ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি নয়ন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাওনা ইউনিয়নের গাবতলী গন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য নিয়ে আসে। পরে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন শুক্রবার (৮ মার্চ) ভোররাতে তিনি মারা যান।
নিহত নয়ন একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে।
পুলিশ বলছে, নিহত নয়নের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি রয়েছে নয়নের। এমটাই জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী বলছেন, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো। গত ২০২০ সালে রাওনা গ্রামের হুমায়ুন কবীর হত্যা মামলার আসামি তিনি। তিনমাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে ফের এসব কর্মকাণ্ডে জড়িত হন তিনি। বহস্পতিবার দুর্বৃত্তরা উপর্যপুরি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। তবে কে বা কারা ঠিক কী কারণে তাকে এভাবে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি কেউ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, নিহত নয়নের নামে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ