ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গফরগাঁওয়ে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৭:২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার শুরু হয়েছে। যেখানে তাদের তৈরি বিভিন্ন পণ্যের স্টলে রয়েছে।

আন্তর্জার্তিক নারী দিবস উপলক্ষ্যে শুক্রবার (৮ মার্চ) থেকে পৗর শহরের কলেজ রোড এলাকার আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামের সামনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

গফরগাঁও জয়িতা নারী উদ্যোক্তা নামক নারীদের একটি সংগঠনের উদ্যোগে গফরগাঁও আধুনিক হাসপাতাল ও যমুনা ইলেকট্রনিক্স এর পরিবেশক মেসার্স মাহা ট্রেডিংয়ের সহযোগিতায় শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলা উদ্বোধন করেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ মেলার ২০টি স্টলে বিভিন্ন নারী সংগঠনের তৈরি হস্ত ও কুঠির শিল্পের বিভিন্ন পণ্য, পিঠাপুলি বিক্রয় এবং প্রদর্শন করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ