ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

এসিডে ঝলসে গেল ৩ ব্যক্তির দেহ

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ১৫:০৬

গাজীপুরে একটি রাসায়নিক কারখানায় শরীরে এসিড পড়ে তিনজনের দেহ ঝলসে গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন হাজীর মাজার বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ট্রাস্ট কেমিক্যাল নামে ওই কারখানার মালিক জয়পুরহাট জেলার মোকসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫৫), জাহিদুলের খালাতো ভাই মনির হোসেন (৪৫) এবং কারখানার নিরাপত্তাকর্মী ভোলার চরফ্যাশন থানার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ ফরিদ (৫০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকে করে শতাধিক ড্রামে এসিড নিয়ে আসেন কারখানা মালিক জাহিদুল। এ সময় এসিড ভর্তি ড্রাম কারখানায় নামানোর সময় এসিড পড়ে তিনজনের শরীর ঝলসে যায়। এতে গুরুতর আহত ওই তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার (৮ মার্চ) সকালে পুলিশ ওই কারখানায় যায়। বর্তমানে কারখানাটি বন্ধ রয়েছে।

নয়াশতাব্দী/এএস/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ