পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলায় অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাস। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পিরোজপুর সদর থানার ওসি মো আশিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পাড়েরহাটে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চার জন মারা যান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেক ফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চারজন মারা গেছেন।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ