আসন্ন মাহে রমজানে বিনামূল্যে বয়স্কদের কুরআন শিক্ষার শিক্ষক বাছাই ও মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দিনব্যাপী দেওয়ানগঞ্জ বাজারস্থ ট্রাস্ট মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে কো- অর্ডিনেটর মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন নূরানী প্রশিক্ষক মাওলানা মাহমুদুল হাসান সাহেব।
প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক ও ৭ জন শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মধ্য দিয়ে মুয়াল্লিম বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।
বাছাইকৃত প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা আসন্ন রমজানে বয়স্কদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছাত্তার, পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, ইমাম উলামা পরিষদ খারুয়া ইউনিয়নের সভাপতি মাওলানা কাযী আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক মুফতি খাদেমুল ইসলাম,তালতলা মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা ওয়ালী উল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ক্বারী আবু সিদ্দিক প্রমুখ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ