ময়মনসিংহে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭মার্চ) সকালে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি করা হয়ে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজিজুর রহমান ও তাহমিনা আক্তার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা, মুক্তিযোদ্ধা সংসদ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
এ ছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি করেছে প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণিপেশার মানুষ।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ