ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ২১:১৯

পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে শেখ কামাল অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ওই মাঠেই এসব সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান। এসময় ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের উপস্থিত ব্যক্তিরা মন্ত্রীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে মহিব্বুর রহমান ক্ষতিগ্রস্তদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে, অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণকে অবলম্বন করে এই দেশ স্বাধীন হয়েছে। শিহরণ জাগানো সেই ভাষণ কোটি মানুষ হৃদয় দিয়ে লালন করে। বিশ্বের দরবারে আমরা গলা উচিয়ে বলতে পারি আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। যিনি একটি স্বাধীন দেশের নাম, একটি পতাকার নাম, একটি রাষ্ট্রভাষার নাম।

এসময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিরা উপস্থিত

ছিলেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ