ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ট্রাকচাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর, চালক আটক

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৮:২৩ | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ১৮:২৮

নওগাঁর সাপাহারে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় কুলছুম (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) পোরশা সরাইগাছি-শিশা রোডের চকগোপাল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলছুম চকগোপাল সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও চকগোপাল গ্রামের কামাল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে ওই শিক্ষার্থীরা রাস্তাপার হওয়ার সময় সরাইগাছির দিক থেকে মহাদেবপুরের দিকে যাওয়া একটি ট্রাক কুলছুমকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থল হতে সাপাহার থানা পুলিশ চালকসহ ট্রাকটি থানা হেফাজতে নেয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক ও পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ