ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

কালকিনিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক 

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৭:৪১

মাদারীপুরের কালকিনিতে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ইউসুফ সরদার পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে নাসিমাকে।

নিহতের ভাই দিদার বয়াতী জানান, বিয়ের পর থেকেই স্বামী ইউসুফ সরদার নাসিমাকে নির্যাতন করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সঠিক বিচার চাই।

নিহতের মামা বলেন, বিভিন্ন বিষয়াদি নিয়ে নাসিমার পরিবারে ঝামেলা চলছিল। এ নিয়ে এলাকার মেম্বারসহ আমরা মীমাংসা করে দেই। তারপরও তাদের কলহ চলছিল। সেই সূত্র ধরেই নাসিমাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ বিছানায় দেখতে পাই কিন্তু তার স্বামী ইউসুফ বাড়িতে নেই। ইতোপূর্বে তাদের মধ্যে বেশ কয়েকবার পারিবারিক কলহ হলে আমি তা মিটিয়ে দেই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ