ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৭:৪১

বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়।

পূষ্পমাল্য অর্পণ করেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের প্রতিনিধিবৃন্দ, কলেজ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ