ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৭:৩২

গাইবান্ধায় সাঁওতাল হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সাঁওতাল ও আদিবাসীরা।

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম থেকে শতাধিক বিক্ষোভকারী তীর, ধনুক, ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে সমেবত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তিরকিত, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, রাফেল হালদা, সুফল হেমব্রম, প্রিসিলা মুরমু, সুচিত্রা মুরমু, মার্থিয়াস মার্ডিসহ অন্যরা।

বক্তারা বলেন, আমাদের বাপ-দাদার জমি উদ্ধার করতে গিয়ে তিন সাঁওতালকে হত্যা করা হয়েছে। হত্যার সাত বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত আদিবাসীরা ওই জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে। সেখানে বছরে ২ থেকে ৩টি ফসল উৎপাদন হয়। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো কৃষি জমি নষ্ট করে কলকারখানা করা যাবে না। কিন্তু একটি স্বার্থন্বেষী মহল সাঁওতালদের অধিকার থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র করছে। এখন বিরোধপূর্ণ এ জমিতে ইপিজেড নির্মাণের পায়তারা করছে। তারা আমাদের কথা ভাবছে না।

বক্তারা আরও বলেন, আমরা ইপিজেড বিরোধী নই। আগে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের কথা বিবেচনা করতে হবে। হত্যার বিচার করতে হবে। অন্যথায় আমরা ওই জমি ছেড়ে দেবো না। অনতিবিলম্বে হত্যার বিচার, ভাঙচুর, লুটপাট, ক্ষতিপূরণ ও জমি ফেরতসহ সকল দাবি বাস্তবায়ন করতে হবে।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পাঠান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ