কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার নিয়ে তিন দিন যাবৎ পৌর এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও দোকানপাটে হামলা ও গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা। দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপে বাসা বাড়ির জানালার গ্লাস ভেঙে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পৌর এলাকার পশ্চিম দ্বীপেশ্বরের নদীর পাড়ের সাবেক ছাত্রলীগের নেতা কাইয়ুম ও চর বিশ্বনাথপুর এলাকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাইজ উদ্দিনের মধ্যে গত মঙ্গলবার ও বুধবার (৬ মার্চ) দুপুর ২টায় পর থেকে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে এক পক্ষের লোকজন আরেক পক্ষের লোকজনের উপর পাল্টা পাল্টটি হামলা চালায়। এতে অনেক পথচারীরাও হামলার শিকারে পরিণত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ১১টায় প্রথম দফায় ঘণ্টাব্যাপী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, পরে বিকেল ৩ থেকে একটানা ৬টা চলে সংঘর্ষ। পরদিন বুধবার দুপুরে উভয় পক্ষের এলোপাতাড়ি হামলায় ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে পৌর এলাকার হাসপাতাল চৌরাস্তা ও মিষ্টিপট্রি চৌরাস্তা ইটপাটকেল নিক্ষেপ। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাহাড়ায় রয়েছেন। এরকম সংঘর্ষ ও বুধবার হামলায় মিষ্টিপট্রি চৌরাস্তায় একটি মোটরসাইকেল আগুন লাগিয়ে দেওয়া হয়। এ সময় এখানকার ফিরোজা মেডিকেল হল, মাতৃছায়া মেডিকেল হল, আমেনা মেডিকেল হল, বৈশাখী হোটেল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের তাইজউদ্দিনের কার্যালয়সহ বেশ কয়েকটি দোকানে ও বাসাবাড়িতে হামলা করে আতঙ্ক সৃষ্টি করা হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে বাজারে আতঙ্ক সৃষ্টি করে। এ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলাকারীদের ইট পল্লব চন্দ্র দেব এর আট বছরের শিশু পরশ চন্দ্র গুরুতর আহত হয়।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এছাড়াও সানা মিয়া (৫০), কামাল উদ্দিন (৩৫), বাদশা মিয়া (৫০), শামছুল মিয়া (৩৫), আব্দুল কুদ্দুছ (৪৫), মনি (৩০) আহত হন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ