ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৬:৩৩ | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ১৬:৪৩

জামালপুরে ট্রেনে ডাকাতিকালে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। তাদের মধ্যে রনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন। আসামি পক্ষের মামলা পরিচালনা করেন রাষ্ট্র কৃর্তক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে অভিযুক্তরা। এ ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে পাঁচজনকে কারাদণ্ডের আদেশ দেন স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ