ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গজারিয়ায় বাসের ধাক্কায় বাইকচালক নিহত

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৬:১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরবাইকচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া অংশে চড়ুই বাতি হাইওয়ে রেঁস্তোরা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরবাইক চালকের নাম আক্তার হোসেন ঢালী (৬৫)। তিনি গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন ঢালীর ছেলে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করা হয়েছে মোটরবাইক ও বাসটি আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ