ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

৭ মার্চের ভাষণ হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে: সালাউদ্দীন মিয়াজী

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ১৫:৩৪

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী বলেছেন, ৭ মার্চের ভাষণ হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। কেন এই ভাষণ আন্তর্জাতিকভাবে এতো আলোড়ন সৃষ্টি করল, নতুন প্রজন্মকে সেটা জানতে হবে। ডিজিটাল এই যুগে শিক্ষার্থীদেরকে বইয়ের পাতায়ও মনোনিবেশ করতে বলেন প্রধানমন্ত্রীর সাবেক এই সামরিক সচিব।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি কাজী আলমগীর প্রমুখ।

উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অফিসার্স মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ