সাতক্ষীরা পৌরসভার কুখরালী বলফিল্ড এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিশু সাওবান আব্দুল্লাহকে হত্যা চেষ্টার ঘটনায় সদর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে শিশুটির পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার কুখরালী বলফিল্ড মসজিদের পাশে শেখ মোহাম্মাদ হোসেনের ছেলে শেখ মাতলুব হোসেন লিওন ও শেখ মাসুদ হোসেন মিনুর সাথে প্রতিবেশী মৃত শেখ নুরুজ্জামানের ছেলে শেখ মনিরুজ্জামানের পৈতৃক ভিটাবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু সাওবান আব্দুল্লাহকে (৩) নিয়ে শেখ নুরুজ্জামান নিজ বাড়ি হতে রাস্তার উপরে আসলে বিবাদীগণ জমি ও পূর্ব শত্রুতার জেরে বিবাদীদ্বয় হাতে লোহার রড নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক শেখ নুরুজ্জামানসহ তার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর রক্তাক্ত হয় শেখ নুরুজ্জামান ও তার ছেলে।
সূত্র আরও জানায়, শেখ মাতলুব হোসেন লিওন লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শেখ নুরুজ্জামানের মাথায় আঘাত করে। শেখ মাসুদ হোসেন মিনু হত্যার উদ্দেশ্যে শেখ নুরুজ্জামানের শিশু ছেলেকে লোহার রড দিয়ে মুখের ডান পাশে আঘাত করে গুরুতর থেতলানো ফাটা রক্তাক্ত জখম করে। শেখ নুরুজ্জামানের ডাকচিৎকারে বিবাদীরা ভয়ভীতি ও ক্ষতি করবে মর্মে প্রাণনাশ করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই জমি নিয়ে সালিশে আপোষ মীমাংসা হয়ে শেখ নুরুজ্জামান ভোগ দখলে থাকার পরেও কারো কথা মান্য না করে শেখ নুরুজ্জামানের ভিটাবাড়ির জমি জবর দখল করার জন্য পায়তারা করছে। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
এরআগে, গত ২৯ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ধারাল দা, কোদাল, কুড়াল, নিয়ে ভিটাবাড়ি জবর দখল করার উদ্দেশ্যে জমির মধ্যে অনধিকার প্রবেশ করে জমিতে থাকা বিভিন্ন প্রকার গাছগাছালি কেটে নেয়। এছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনায় সদর থানার এসআই সাইদুজ্জামানকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ