ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

সেচের অভাবে অনাবাদি রেলওয়ের ১৫ বিঘা জমি

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ২২:০৮

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সেচের অভাবে রেলওয়ের ১৫ বিঘা কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। একারণে উপজেলার সান্তাহার পৌর শহরের বাফারগুদামের উত্তর পাশের মাঠের এসব জমিতে আবাদ শুরু করতে পারেনি সেখানকার কৃষকরা। তারা সেচ সমস্যা নিরসনের জন্য সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মাঠে রেলওয়ের কাছ থেকে তারা সকলেই কৃষি লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলেন। গত কয়েক বছর আগে ওই মাঠের এক কৃষকের কাছ থেকে সেচপাম্প কিনে নেয় কাজী কালাম নামের আরেক কৃষক। এরপর তিনি সেই বৈদ্যুতিক সেচপাম্পের মাধ্যমে তার মাছ চাষের পুকুরে এবং নিজ জমিতে সেচ প্রদান করেন। অন্য কৃষকদের জমিতে পানি না দেওয়ায় তারা বেকায়দায় পড়েছেন। নিরূপায় হয়ে সেচ সমস্যা নিরসনের জন্য সম্প্রতি ইউএনও বরাবর কৃষকরা একটি লিখিত আবেদন করেন।

কাজী কালাম জানান, আমার পাম্প ব্যণিজ্যিক সেচ প্রকল্পের আওতায় নয়। এটি ব্যক্তিগত সেচ পাম্প। আমি শুধু আমার জমি আর পুকুরে পানি দেওয়ার কাজে ব্যবহার করি। অন্যরা তাদের জমিতে পানির জন্য পাম্প বসালে আমার কোনো আপত্তি নেই। আমিও চাই না জমিগুলো অনাবাদি থাকুক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধীকারি জানান, মঙ্গলবার দুপুরে সেখানকার কৃষক এবং সেচ পাম্প মালিকদের ডাকা হয়েছিল। বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ