ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ঈশ্বরদীতে মালামালসহ আলোচিত ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ২০:১৮

পাবনার ঈশ্বরদীতে আলোচিত ডাকাতি মামলায় ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) ঈশ্বরদী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা সদরের বড়দীঘশাইল গ্রামের মো. সেলিমের ছেলে মো. মাহাবুল আলী (৩৬), একই জেলার ভাঙ্গুরা থানার চৌবাড়ীয়া গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলা থানার বামনডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. মমিন (৩৩), সাদুল্লা গ্রামের মো. খোকন জমাদ্দারের ছেলে মো. সবুজ জমাদ্দার (২২), ঈশ্বরদী থানার মোকারামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে শিশির ( ২২)।

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মোকারমপুর গ্রামের মো. বাবুল হোসেন এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৫/৬ জনের একটি ডাকাত দল বাইরে থেকে দরজার শিকল কেটে এবং শয়ন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে এবং স্ত্রী কন্যাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পরদিন এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী মো. বাবুল হোসেন।

এ ঘটনায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আকবর আলী মুন্সীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি, দরজা ভাঙার যন্ত্রপাতি এবং বিড়ি উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা পাবনাসহ পাশ্ববর্তী জেলাসমূহে ডাকাতির ঘটনা ঘটায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ