ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৯:৪২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৯১ বোতল ভারতীয় মদসহ শিবু দাস (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে বাদখাশিলা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি অটোরিকশায় মদ নিয়ে রানীগঞ্জ বাজার যাওয়ার পথে পৌর শহরের ইকড়ছই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ বোতল অফিসার্স চয়েস মদসহ শিবু দাসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ বাড়ি থেকে গর্ত খুঁড়ে আরও ৭৭ বোতল মদ পাওয়া যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৯১ বোতল মদসহ মাদক কারবারি শিবু দাসকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ