ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে ভ্যান হারানোর দুঃখে মোরছালিন মিয়া (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।
বুধবার (৬ মার্চ) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত মোরছালিন মিয়া উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রোমপট্টি গ্রামের মুনির মিয়ার ছেলে। সে ভ্যান চালিয়ে পরিবারকে সাহায্য করতো।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হতদরিদ্র ভ্যানচালক মোরছালিন ভ্যান চালিয়ে সংসার চালাতো। গত ৩ মার্চ সকালে মোরছালিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সে ওইদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের কবলে পড়ে ভ্যানটি হারিয়ে ফেলে। ভ্যান হারিয়ে মোরছালিন বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। এরপর থেকে ভ্যান হারানোর কষ্ট ও পরিবারের বকাঝকায় খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। দুঃখে-কষ্টে এবং অভিমানে বুধবার দুপুরে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। পরে স্থানীয়রা ও পরিবারের অনাপত্তি থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ