ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

বন্যহাতি কেড়ে নিল কাঠুরিয়ার প্রাণ

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৯:০০

কক্সবাজারের ঈদগাঁওতে গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম (৬০) নামের এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গহীন অরণ্যের পুইট্রাঝিরি নামক স্থানে ঘটনাটি ঘটে।।

নিহত ছৈয়দ আলম দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে।

জানা যায়, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া। বন থেকে লাকড়ি সংগ্রহ করে বাজারজাত করে সংসার চালাতেন তিনি। প্রতিদিনের মত বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে যান। এসময় বণ্যহাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য কাঠুরিয়ারা এদিন দুপুরে নিহত ছৈয়দ আলমের মরদেহ পড়ে থাকতে দেখতে পরিবারকে খবর দেন। পরে স্বজনরা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত ছৈয়দ আলমের তিন বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে।

ঈদগাঁও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দাফন করা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ