ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে যুবক

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৬:১২

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ের পরীক্ষায় প্রক্সি দিতে এসে মো. ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামে একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ৬ মার্চ লিখিত পরীক্ষার সময় কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ তাকে গ্রেপ্তার করে।

মো. ইয়াকুব আলী সাদ্দাম রংপুর জেলার পীরগঞ্জ থানার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, কুড়িগ্রাম জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার পরিবেশ সুষ্ঠু। এরই ধারাবাহিকতায় লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে পরীক্ষা দেওয়ার সময় মো. ইয়াকুব আলী সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। এই প্রক্সি শিক্ষার্থী প্রাথমিকভাবে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোনো সুযোগ নেই।

কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় একজন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি জানিয়ে পুলিশ সুপার বলেন, এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সেই বিষয়ে তদন্ত চলমান। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ