ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ভারতীয় সীমান্ত অতিক্রম, যুবক আটক

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৬:০২

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রমের দায়ে রুবেল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মার্চ) রাতে তাকে আটক করা হয়।

আটক রুবেল হোসেন ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েক দিন আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন রুবেল হোসেন। একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় মঙ্গলবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। তার নামে অবৈধ অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেন বিজিবি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (৬ মার্চ) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ