ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৫:৪৭

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু শাহাদাত হোসেন ওই গ্রামের রঞ্জু মিয়া গুদুর ছেলে। শিশুটি স্থানীয় একটি নূরানী মাদরাসার ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শিশু শাহাদাত সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে নগদা মসজিদ পর্যন্ত পৌঁছালে সরিষাবাড়ী-কয়ড়া পাটাদহ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ