ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামে এক কলেজছাত্র ও ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।
বুধবার (৬ মার্চ) সকালের দিকে উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রমজান আলীর ছেলে। তিনি এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিচ্ছেন। অপরদিকে মেহেদী উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বুধবার সকাল সড়ে ৯টার দিকে সাহেদ আলী মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন। শহরের বিহারীমোড়ে পৌঁছালে সামনের দিক থেকে আসা রড বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে নিহত মেহেদী হাসান বেলা ১১টার দিকে কালীগঞ্জ থেকে বেকারী পণ্য নিয়ে নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিলেন। বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর নসিমনটি আটকে যায়। সেসময় নসিমনটি সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গেটম্যান সিগন্যাল দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন করলেও থামানো সম্ভব হয়নি বলে জানান ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ