ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ব্রহ্মপুত্রে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের, নিখোঁজ ১

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৩:৪৮

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা সালু নয়া শতাব্দীকে বলেন, গাইবান্ধা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছয় ছাত্র আজ সকালে বালাসি ঘাট সংলগ্ন মাঝ নদীতে গোসল করতে নামে। এসময় চারজন নদী থেকে পাড়ে ফিরলেও দুজন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ একজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান এখনো মেলেনি জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, মৃত ওই স্কুল ছাত্রের বাড়ি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। অপরজনকে উদ্ধার করা গেলে নাম পরিচয় পাওয়া যাবে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছে বলেও তিনি জানান।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ