ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কি‌লো‌মিটার দীর্ঘ যানজট

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ০৯:৩৮ | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১০:০০
ছবি- নয়া শতাব্দী

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বাড়‌তি প‌রিবহ‌নের চাপের কার‌ণে ১৪ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বুধবার (৬ মার্চ) ভোররাত থে‌কে মহাসড়‌কের কা‌লিহাতী উপজেলার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এতে চরম ভোগান্তিতে প‌ড়ে‌ছে চালক ও যাত্রীরা।

স‌রেজ‌মি‌নে দেখা যায়, মহাসড়‌কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুইলে‌নেই প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ত‌বে এলেঙ্গা থেকে ঢাকাগামী লে‌নে তেমন প‌রিবহন নেই। যানজ‌টের কার‌ণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা থেকে ভুঞাপ‌ুর-তারাকা‌ন্দি- বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে সেতু গোলচত্ত্বর হ‌য়ে চলাচল কর‌ছে।

ট্রাকচালক কাদের খান বলেন, মা‌ঝেম‌ধ্যেই ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তি‌তে পড়‌তে হয়। ত‌বে আজ‌কে সড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি র‌য়ে‌ছে।

যাত্রী সামির মিয়া বলেন, ভোর থেকে মহাসড়কে বাসে বসে আছি। এই মহাসড়কে আসলেই যানজট পড়তে হয়।

এব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ বে‌শি সেই সা‌থে এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত দুইলে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাক চালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌এতে পিছ‌নের গা‌ড়িগু‌লোও ম‌নে ক‌রে সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। যানজট নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস‌্যরা কাজ কর‌ছে। ত‌বে বেলা বাড়ার সা‌থে সা‌থে যানজট নিরসন হ‌বে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ