পিরোজপুরের নাজিরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পুলিশের এসআইসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত এসআই মো. মোশারেফ হোসেন (৪০) কে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লুৎফর শেখ ও কামাল শেখদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় পুলিশের এসআই মো. মোশারেফ হোসেন (৪০) সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় আহত হোন। এসময় মৃত আলী শেখের ছেলে কামাল শেখ (৪০), তার ছোট ভাই মো. আল আমীন শেখ (৩০), চাচাতো ভাই জুয়েল শেখ (৩১) গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া লুৎফর শেখ (৬৫) ও তার ছেলে শিপন শেখ (২৪) আহত হয়েছেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মুনিয়া জামান বলেন, হামলায় আহত থানা পুলিশের এসআই মো. মোশারেফ হোসেনের চোখে গুরুতর আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে। তা ছাড়া আল আমীন শেখের মাথায় আঘাত ও কামাল শেখের পা ভেঙে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা এবং পুলিশের এসআই মোশারেফ হোসেনকে গোপালগঞ্জে পাঠানো হয়েছে।
স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো. নাছির উদ্দিন শেখ বলেন, প্রতিপক্ষের লুৎফর শেখের নেতৃত্বে ৭-৮ জন তার ভাইদের হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় ছোট ভাই আল আমীন শেখের মাথা ও কামাল শেখের পা ভেঙে যাওয়া সহ ৩ জন আহত হয়েছে।
তবে প্রতিপক্ষের লুৎফর শেখের ছেলে মো. সাইফুল ইসলাম চঞ্চল শেখ জানান, ওই দিন সকালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন তার বাবা ও ছোট ভাইয়ের ওপর হামলাসহ ঘর-বাড়ি ভাঙচুর করে। গুরুতর আহত ভাই ও বাবাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, এ ঘটনায় কেহ কোনো অভিযোগ দেননি। তবে আহত পুলিশের এসআই মো. মোশারেফ হোসেনকে চিকিৎসার জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ