পিরোজপুরের কাউখালীতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি হলরুমে কৃষক প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কৃষিবিদ মেহের মালিকা।
এসময় উপজেলা কৃষি অফিসার সোমা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।
প্রশিক্ষণে ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষি অফিসার সোমা দাস বলেন, আশা করি দুইদিন ব্যাপী প্রশিক্ষণে কৃষকরা খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা সম্পর্কে জ্ঞান অর্জন করবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ