লালমনিরহাটের কালীগঞ্জে এক ট্রাক মালিকের গলা চেপে ধরার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে সড়কে ব্যারিকেড দিয়েছেন ট্রাক শ্রমিকরা।
সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রওশন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। গলা চেপে ধরায় আহত ওই ট্রাক মালিকের নাম আলী হোসেন। তিনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা হল এলাকার বাসিন্দা। আলী হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
শ্রমিকরা জানান, পাওনা টাকা নিয়ে রওশন ফিলিং স্টেশনের ম্যানেজার নূরনবীর সঙ্গে ট্রাক মালিক আলী হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইটগার্ড আলী হোসেন ট্রাক মালিক আলী হোসেনের গলা চেপে ধরেন। পরে ওই ট্রাক মালিক বিষয়টি শ্রমিকদের জানালে তারা লালমনিরহাট - বুড়িমারী মহাসড়ক ব্যারিকেড দিয়ে অবরোধ করেন। এ সময় শতাধিক ট্রাক ওই সড়কে আটকা পড়ে।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ