ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা বরিশাল মহাসড়কের পাশে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটার সময় উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাড়িয়ে থাকা ওই ট্রাকে পাট বোঝাই করার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় নান্নু শেখ, কিনু মোল্লা, বিল্লাল শিকদারের একটি গোডাউন থেকে কিছু সংখ্যক লেবার ট্রাকে প্রায় সাড়ে তিনশো মন পাট লোড করছিল। পাট লোড করা শেষ হলেই হঠাতই আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার আবু জাফর জানান, দুপুর পৌনে তিনটার দিকে তারা ফোনে এ অগ্নিকাণ্ডের খবর পান। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ