ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না সরস্বতীর

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ১৭:৪৬

টাঙ্গাইলের গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার মির্জাপুর উত্তরপাড়া এবং বিকেলে সাজানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের সুভাষ দেবনাথের স্ত্রী সরস্বতী দেবনাথ (৫৭) এবং গোপালপুর উপজেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে সিয়াম (৮)।

পুলিশ জানায়, বিকেলে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর মুদিখানা এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান শেষে অটোযোগে মধুপুরে যাচ্ছিলেন সরস্বতী দেবনাথ। এ সময় তিনি উপজেলার সাজানপুর এলাকায় পৌঁছলে অটো থেকে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে সকালে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অটো থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ