নীলফামারীর কিশোরগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছোট ভাইকে গলা কেটে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান লেমন।
মঙ্গলবার (৫ মার্চ) ভোরে উপজেলার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওকত হোসেন মৃত আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, বছরখানেক ধরে মানসিক রোগে ভুগছিলেন মেহেদী হাসান লেমন। নিয়েছেন চিকিৎসা। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর স্বামী-স্ত্রী থাকতেন আলাদা। মায়ের অনুরোধে ছোট ভাইকে নিজের সাথে নিয়ে ঘুমান বড় ভাই লেমন। মঙ্গলবার ভোরে লেমন ঘুমন্ত অবস্থায় ছোট ভাই আওকত হোসেনের গলা কেটে বুকের ওপর বসে থাকেন। পরে বিষ পান করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন। সকালে রক্তাক্ত অবস্থায় আওকত হোসেনের নিথর দেহ দেখতে পান পরিবারের লোকজন। তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। এ সময় স্থানীয় ইউপি সদস্য খগেন্দ্রনাথ রায় বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যান। গুরুতর আহত লেমনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কট দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামে ঘুমন্ত ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান। ঘটনাটি শোনার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি পরে জানা যাবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ