ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

‘১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে’

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ১৬:১০

শিক্ষার মান উন্নয়নে এবং নতুন কারিকুলাম নিয়ে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, আগামী তিন মাসের মধ্যে আরও ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে শিক্ষকদের শুন্য পদগুলো পূরণের পাশাপাশি ভাল ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

রুমানা আলী বলেন, স্মার্ট বাংলাদেশের গড়তে আমাদের স্মার্ট নীতিমালা আনতে হবে। একই সাথে স্মার্ট কারিকুলাম এবং স্মার্ট বাচ্চা তৈরি করতে হবে। যারা ভবিষ্যতে স্মার্ট নাগরিক হিসেবে তৈরি হবে। আমারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছি।

ভবিষ্যতে আপনারা এগুলোর ফলাফল দেখতে পারবেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমারা যদি জনগণকে বোঝাতে পারি এবং আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন। তবে নিশ্চয়ই আমরা শিক্ষানীতিকে পরিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবো। কি করতে পারবো, তা আমি কাজ করে দেখাতে চাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন, ওয়ান বাংলাদেশের সভাপতি রাশিদুল হাসান, ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর এআরএম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম।

দুইদিনব্যাপী শুরু হওয়া সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের গবেষণা উপস্থাপন করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ