‘চুয়াডাঙ্গায় অবৈধ সিসা তৈরির কারখানা, হুমকিতে পরিবেশ’ শিরোনামে দৈনিক নয়া শতাব্দীতে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে ওই সিসা কারখানা।
সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন অভিযান চালিয়ে অবৈধ এই সীসা কারখানা বন্ধ করে দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রাম ও গ্রামের আঞ্চলিক সড়কের পাশে প্রায় মাসখানেক আগে এরশাদ নামের এক ব্যক্তির জমি ভাড়া নিয়ে বগুড়া জেলার শাহীন এই সিসা কারখানা গড়ে তোলেন। কারখানায় বিভিন্ন স্থান থেকে নষ্ট ব্যাটারি সংগ্রহ করে তা আগুন দিয়ে জ্বালিয়ে সিসা তৈরি করা হতো। যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
এই অবৈধ সিসা কারখানা নিয়ে ২৯ ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করা হয়। যা চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কারখানা বন্ধ ও পরিবেশ আইন ১৮৬০ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে। সেই সঙ্গে আজকের (৫ মার্চ) মধ্যে চুয়াডাঙ্গা জেলা থেকে কারখানা সরিয়ে নেওয়ার জন্য নিদের্শ দেওয়া হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ