ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

মধ্যরাতে ২ মাদক কারবারিকে পুলিশে দিলেন কাদের মির্জা

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৫
সংগৃহীত ছবি

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাটের আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা দুজন মাদক কারবারিকে পুলিশে দিয়েছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় মাদক কারবারিদেরকে তিনি পুলিশে সোপর্দ করেন।

এ প্রসঙ্গে কাদের মির্জা বলেন, আমি ইতোপূর্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। রাত ১২টার দিকে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে মাদকের আড্ডাখানা বা বিক্রি হয় কি না তা দেখতে বের হই। এ সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে ধরে ফেলি। এরপর তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন বলেন, আটক দুই মাদক কারবারিকে থানা হাজতে রাখা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ