পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়নের আওতায় মিষ্টি আলু প্রদর্শনীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মাচ) বিকেলে উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে কৃষক মুক্তার হোসেনের বাড়ির আঙিনায় কৃষক- কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার মিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খামারবাড়ি পাবনার জেলা প্রশিক্ষণ অফিসার মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- খামারবাড়ি পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান, খামার বাড়ি পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. মো. আব্দুল মজিদ।
ঈশ্বরদী পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সুজন কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঈশ্বরদীর অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান।
আরও বক্তব্য রাখেন- ইউপি মেম্বার মো. শহিদুল ইসলাম বগা, আরমবাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলীম, মাজদিয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সিরাজুল ইসলাম, কন্দাল ফসল মিষ্টি আলুর প্রদর্শনী প্লটের চাষি মো. বাসিদুল ইসলাম ডুমনা। পরে কৃষকদের নিয়ে জাপান থেকে আনা মুরাসাকি জাতের বাসিদুল ইসলাম ডুমনার মিষ্টি আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ