ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার সোহান

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ২১:০৫

নবীগঞ্জের আউশকান্দিতে চোরাই মোটরসাইকেলসহ মো. সোহান মিয়া (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৭ এপিবিএন পুলিশ।

মো. সোহান মিয়া মৌলভীবাজার সদর ১নং খলিলপুর ইউনিয়নের ঘোড়ারাই গ্রামের দুদু মিয়ার ছেলে।

জানা যায়, সিলেট লালাবাজার ৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মহাসড়কের সৈয়দপুর বাজারস্থ মেসার্স জননী ট্রেডার্স-১ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্বার করা হয়। তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করলে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) ধারায় একটি এজাহার দাখিল করেন।

নবীগঞ্জ থানা পুলিশ সোমবার (৪ মার্চ) আসামিকে হবিগঞ্জ আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে হবিগঞ্জ কারাগারে পাঠায়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ