ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পরিচয় জানতে চাওয়ায় অটোরিকশাচালক খুন, আহত ২

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ২০:৫৭

গাজীপুরে বড় ভাইকে মারধর করার কারণ জিজ্ঞাসা করতে গিয়ে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন অটোরিকশাচালক ছোটভাই। এসময় নিহতের ছেলে ও বড় ভাই আহত হন।

সোমবার (৪ মার্চ) মহানগরীর সদর থানার পূর্ব ভুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম ইজাফর আলী (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানার পূর্ব ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, নিহতের বড় ভাই আজাফফর আলী ও ভাতিজা ইসমাইল হোসেন।

ওসি রাফিউল করিম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, এলাকায় অটোরিকশা ভাড়া দেওয়ার ব্যবসা করতেন এবং চালাতেন ইজাফর আলী। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভুরুলিয়ার নিজ বাড়ির সামনে বসেছিলেন আজাফফর আলী। এসময় একই এলাকার রতন মিয়াসহ কয়েকজন যুবক তার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। আজাফফর আলী যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় যুবকরা আজাফফর আলীকে মারধর করে। বাড়িতে গিয়ে আজাফফর আলী তার ছোট ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান। তারা ঘটনাস্থলে গিয়ে আজাফফর আলীকে মারধরের করার কারণ জানতে চান যুবকদের কাছে। এতে যুবকরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ইজাফর আলীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় যুবকদের হামলায় আজাফফর আলী ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন। পরে আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজাফর আলী মারা যান।

তিনি আরও জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নিহত হয়েছেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ