ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

সিংড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, বাবা আহত

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ২০:১২

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় তার বাবা তাপস কুমার আহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) সকাল ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তৃষা রানী (১৪)। তার বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকায় এবং বাগাতিপাড়ার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রানীনগরের এক আত্বীয়ের বাড়ি থেকে তৃষা ও তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ