পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. হাবিবুর রহমান ওরফে হাবি শেখ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান একই গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
হাবিবুর রহমানের ভাগনে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো তার মামা সোমবার সকালে নিজের জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। অনেক সময় হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। খুঁজতে গিয়ে দেখতে পান, প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেওয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হাবিবুর রহমান স্পৃষ্ট হয়ে পড়ে আছেন। পরে বিষয়টি পুলিশকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অবৈধভাবে এই বৈদ্যুতিক ফাঁদ দেওয়ার কারণেই হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জুলফিকার আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ