ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ঘাসে ছেয়ে গেছে সবজির খেত, দুশ্চিন্তায় কৃষক

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৯:৩৮

ময়মনসিংহের নান্দাইলে সবজি খেতে প্রচুর পরিমাণে ঘাস জন্ম নিয়েছে। জমিতে ঘাসগুলো দেখলে মনে হবে বাম্পান ফলন হয়েছে। প্রচুর পরিমাণে ঘাসের কারণে ফসল ঢাকা পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

ফসলের জমিতে সর্বত্রই ঘাস থাকায় চাষিরা তা পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে বেগুন, লাউ, মরিচ, করলা, শিম, বাদামসহ অন্যান্য সবজি খেতে ঘাসে ছেয়ে গেছে। বর্তমান সময়ে কৃষিশ্রমিক সংকট ও শ্রমিকের পারিশ্রমিক বেশি হওয়ায় তারা খেতের আগাছা ও ঘাস দমন করতে পারছেন না। তবে কেউ কেউ ফসলের খেত নিজেরাই পরিস্কার করছেন। অনেকেই ঘাস মারার ঔষধও দিচ্ছেন।

সরেজমিনে চরকামট খালী বীরকামট খালী ও চরউত্তরবন্দ গ্রাম ঘুরে দেখা যায়, বেগুন, করলা, লাউ ও শিম খেত ছেয়ে আছে ঘাসে। আগাছা ও ঘাসের কারণে ফসল ঢাকা পড়ে গেছে।

সবজি চাষ করতে কোনো কোনো কৃষক ট্রাক্টর মেশিন দিয়ে খেত হালচাষ শুরু করেছেন। চাষের পর খেত থেকে ঘাস ও আগাছা পরিষ্কার করছেন। অনেক কৃষক ঘাস মরার ঔষধও প্রয়োগ করছেন।

কৃষক আলম বলেন, আমি ২০ শতাংশ জমিতে বেগুন লাগিয়েছি। কিন্তু এখন ঘাসে খেত ভইরা গেছে। ৬ জন শ্রমিক দিয়ে ৫শত টাকা মজুরি দিয়ে ঘাস পরিষ্কার করতাছি।

কৃষক দুলাল বলেন, জমিতে বেগুন, লাউ করলা, লাল শাক চাষ করেছি। জমিতে প্রচুর ঘাস হইছে। সবজি চাষ নিয়া খুব চিন্তায় আছি। কিভাবে খেতের ঘাস পরিষ্কার করাম।

কৃষক বাবুল বলেন, সব সবজি খেতে ঘাসে ভইরা গেছে। কিভাবে খেত পরিষ্কার করাম বুঝতাছি না।

নান্দাইল উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কোনো চাষের পর খেত পতিত থাকলে ঘাসের জন্ম হয়। এখন তাদের উচিত সবজি খেতের ঘাস পরিষ্কার করা।

মাঠ পর্যায়ে এবিষয়ে খোঁজ-খবর নিতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ