ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

যুবলীগ নেতাকে মারধর, উপজেলা চেয়ারম্যান কারাগারে

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৮:৪৬

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা হুয়ায়ুন কবীরকে মারধরের মামলায় ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের বিচারক একে রওশন জাহান এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এদিন মামলার প্রধান আসামি আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

যুবলীগ নেতা হুমায়ুন কবির জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপমান ও কটুক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেই বিষয়টিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার উপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০১৯ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামী করে পাঁচজনের নামে মামলা দায়ের করি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ