কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুবাই প্রবাসী মাসুদ রানা (৩২) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) সকালে নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাসুদ রানা কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবু বক্কর আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকালে নিজ বাড়িতে আম গাছে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন মাসুদ রানা। পরিবারের লোকজন তাকে নিজ ঘরে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ