কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরি ও মাদকের ১১টি মামলায় মো. রাজু মিয়া (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (২ মার্চ) বিকেলে পৌরসভার টেনারীপাড়া জলিলবিড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. রাজু মিয়ার বাড়ি কুড়িগ্রাম পৌরসভার টেনারীপাড়া জলিলবিড়ি মোড় এলাকায়।
পুলিশ জানায়, নাগেশ্বরী পৌরসভা এলাকা থেকে বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার নামে ৬টি চুরি মামলা ও ৫টি মাদক মামলা রয়েছে থানায়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, রাজু মিয়া কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে চুরি মাদকসহ ১১টি মামলা রয়েছে বলেও তিনি জানান।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ