সাভারের আশুলিয়ায় ময়লার গাড়ি আটকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলা চালিয়ে জখম করেছেন এক ছাত্রলীগ নেতার ছোট ভাইসহ চিহ্নিত সন্ত্রাসীরা।
সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পেছনে আমবাগান নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হেলাল উদ্দিন (২৪), হৃদয় (১৮), রেনু বেগম (৩৮) ও কামাল হোসেন।
এ ঘটনায় এদিন দুপুরে পরিচ্ছন্নতা কর্মী বাবর আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- ঢাকা জেলা আশুলিয়া থানা সেনওয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাহিদুল হক জয় (২৮), আমবাগান এলাকার ওবায়দুরের ছেলে তাসকিন (৩২), মুন্না (২৭), কুটুরিয়া এলাকার টুটুল (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
আহত বাবর আলী বলেন, আমরা দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলকার আমবাগান,পানধোয়া, ইসলামনগর, গকুলনগর ও সেনওয়ালিয়া গ্রামের বাসা-বাড়ির উচ্ছিষ্ট ময়লা পরিস্কারের কাজ করে আসছি। অভিযুক্তরা অনেক সময় আমাদের আটকে রেখে মারধর করাসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। সোমবার সকালে একইভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ময়লার গাড়ি আটকে দেয় তারা। এ সময় গাড়ির সঙ্গে থাকা আমার দুই ছেলে ও এক কর্মচারীকে এলোপাতাড়ি মারধর করে। নাহিদুল হক এ সময় আমার বড় ছেলের মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়। তার চিৎকারে আমার স্ত্রী ছুটে এলে, তাকেও কিল-ঘুষি মারতে মারতে অজ্ঞান করে ফেলে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেন, নাহিদুল হক জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাসানী হল ছাত্রলীগের সভাপতি প্রার্থী মেহেদী হাসান জয়ের ছোট ভাই। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জয়ের নেতৃত্বেই তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ মাদক কারবারি নিয়ন্ত্রণ করছেন। এর আগেও তারা মাদকসহ গ্রেপ্তার হন। তাদের নামে একাধিক মামলাও রয়েছে থানায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনা সত্য। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নয়াশতাব্দী/টিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ