ময়মনসিংহের ভালুকায় মীম আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (৪ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মীম আক্তার ভালুকা পৌরসভার ৩নং ওয়ার্ডের মনিরুজ্জামান সেলিমের বাসায় ভাড়া থাকতেন। তিনি ওই এলাকার আশরাফুল আলম বাবুর স্ত্রী।
জানা যায়, সোমবার সকালে মীম আক্তার তার মেয়েকে স্কুলে রেখে বাসায় চলে আসেন। ছুটির সময় হলে স্কুল থেকে ফোন করা হয় তাকে। মীমের ফোন বন্ধ থাকায়, তার শাশুড়ি মেয়েকে স্কুল থেকে আনতে মীমের শ্বশুরকে অনুরোধ করেন। দাদা তার নাতনিকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ থানায় ফোন করেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর কাশেম জানান, ময়নাতদন্তের পর বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ