সুনামগঞ্জের জগন্নাথপুরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সৈয়দ ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে নগদ আর্থিক সহযোগিতা ও ব্যবহারিক উপকরণ দেওয়া হয়েছে।
রোববার (৩ মার্চ) উপজেলার সৈয়দপুর আইডিয়াল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শিক্ষক সৈয়দ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিইও যুক্তরাজ্য প্রবাসী শাহ আজম কোরেশী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ জহরুল ইসলাম জহর, কমিউনিটি নেতা সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দপুর শামসিয়া সমিতি ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল হক ধলা, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল আহমদ, আইডিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো আব্দুল গফুর, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুর রহমান, লাইসিয়াম কিন্ডার গার্টের স্কুলের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সমন্বয়কারী সৈয়দ আরিফ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন- আনোয়ার কোরেশী, মনসুর কোরেশী, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা মুফতি সৈয়দ আব্দুর রহমান, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.), আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিকুল ইসলাম হৃদয় সহ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক।
অনুষ্ঠানে ১৮টি প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থীদেরকে দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ও ব্যবহার্য উপকরণ তুলে দেওয়া হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ